Logo
×

Follow Us

বাংলাদেশ

আজ শুরু হচ্ছে জাতীয় কবিতা উৎসব

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৯

আজ শুরু হচ্ছে জাতীয় কবিতা উৎসব

ছবি: সংগৃহীত

আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাতীয় কবিতা উৎসব। চলবে আগামীকাল (রোববার) পর্যন্ত। স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা- এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের কবিতা উৎসব।   

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে এ উৎসবের উদ্বোধন করবেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম। জাতীয় কবিতা উৎসবের দুই দিনেই থাকবে নিবন্ধিত কবিদের স্বরচিত কবিতা পাঠ, আমন্ত্রিত কবিদের কবিতা পাঠ, দেশের খ্যাতিমান আবৃত্তিকারদের আবৃত্তি, কবিতার গান, নৃত্য ও সেমিনার।

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান বলেন, আমরা যেভাবে একাত্তরে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, ঠিক একই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের পরবর্তী প্রজন্ম দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে। আমাদের এখন একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫