Logo
×

Follow Us

বাংলাদেশ

২৯তম বিসিএস প্রশাসন সার্ভিসের কমিটি গঠন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৬

২৯তম বিসিএস প্রশাসন সার্ভিসের কমিটি গঠন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো।

২৯তম বিসিএস (প্রশাসন) ক্যাডার সার্ভিসের ২৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। 

গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) ২৩ সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। যেখানে জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব তারিক হাসান সভাপতি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টার একান্ত সচিব র. হ. ম. আলাওল কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

সহ-সভাপতি-১ নির্বাচিত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের একান্ত সচিব মো. নাজমুল ইসলাম সরকার ও সহ-সভাপতি ২ পুলিশ সংস্কার কমিশন প্রধানের একান্ত সচিব আ. স. ম. জামশেদ খোন্দকার। এছাড়া স্থানীয় সরকার বিভাগ উপসচিব ড. আশফিকুন নাহার সহ-সভাপতি ৩, উপসচিব মো. ইকবাল হোসেন কোষাধ্যক্ষ এবং উপসচিব মো. সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

গত ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে সবার সম্মতিতে ২৯তম বিসিএস (প্রশাসন) ক্যাডার সার্ভিস এর পূর্ণাঙ্গ কমিটি গঠনের নিমিত্ত ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

এই আহ্বায়ক কমিটি সুষ্ঠুভাবে ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডার সার্ভিস এর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে মো. রাশেদুল হককে- প্রধান নির্বাচন কমিশনার এবং  আমিনুল ইসলাম ও সোহানা নাসরিনকে নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন ঘোষণা করে। নির্বাচন কমিশন সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে প্রথমবারের মতো ২৯তম বিসিএস (প্রশাসন) এর ২৩ সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫