Logo
×

Follow Us

বাংলাদেশ

লোকসানের শঙ্কায় আমচাষিরা

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২০, ১৫:০৮

লোকসানের শঙ্কায় আমচাষিরা

রাজশাহীর বাজারে গুটিজাতের আম নামতে শুরু করেছে। কিন্তু এখনো দেখা মিলছে না পাইকারদের। এতে করে বিপাকে পড়েছেন আম চাষি ও ব্যবসায়ীরা। তবে আচারের জন্য গুটিজাতের আম কিনতে কিছুসংখ্যক ব্যবসায়ী আসছেন। যার সংখ্যা খুবই কম। এ সময় মণ প্রতি ৫০০/৬০০ টাকা দরে আম বিক্রি হচ্ছে।

এবার রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ, নাটোর এবং নওগাঁতেও পাইকারদের দেখা মিলছে না বলে জানিয়েছেন আমচাষিরা। এভাবে চলতে থাকলে সামনে ভালো জাতের আম নামতে শুরু করলেও তেমন দাম পাওয়া যাবে না বলে আশঙ্কা করছেন চাষি ও ব্যবসায়ীরা। এতে করে মারাত্মক লোকসানের মুখে পড়ার শঙ্কা দেখা দিয়েছে রাজশাহী অঞ্চলের আমচাষিদের মাঝে।

রাজশাহীর বৃহৎ বানেশ্বর বাজারে সোমবার (১৮ মে) আম জড়ো হয় সর্বোচ্চ ২০০ মণ। কিন্তু এই আম কেনারই তেমন ক্রেতা ছিলো না। হাতে গোনা কয়েকজন ক্রেতা এসে আমগুলো কিনে নিয়ে যান। তবে ন্যায্যমূল্য পাননি বলে দাবি করেন আমচাষিরা।

খাটাখালীর এলাকার মশিউর রহমান বলেন, অন্যান্য বছর গুটিজাতের আম বিক্রি হয় ৮০০ থেকে শুরু করে ১২শ টাকা পর্যন্ত। কিন্তু এবার ক্রেতা না থাকায় সেই আম বিক্রি করতে হচ্ছে অনেকটা পানির দাম। কিছু ক্রেতা আসছেন, তারা আঁচার কোম্পানির কাছে আম বিক্রি করবেন। কিন্তু গুটিজাতের আম কেনার বড় পাইকার প্রাণ গ্রুপ এখনো আম কিনতে বাজারে নামেনি।

তিনি বলেন, এবার আমের দাম শুরুতেই অনেকটা কম। এমনিতেই এবার আমের ফলন ভালো হয়নি। তার ওপর দাম এভাবে কম পেতে থাকলে বড় ধরনের লোকসানেরমুখে পড়বো।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫