
পাবনায় শারীরিক দূরত্বসহ স্বাস্থ্য বিধির শর্ত না মানায় সোমবার (১৮ মে) বিকেল চারটা থেকে পাবনায় ওষুধের দোকান ছাড়া সকল মার্কেট, শপিং মল, দোকান, যানবাহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
এ বিষয়ে মুঠোফোনে পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ওষুধের দোকান, কাঁচা বাজার, মুদি দোকান, আগের নিয়মে চলবে। তবে কৃষিপণ্যের যানবাহন এর আওতায়মুক্ত থাকবে।
পাবনা শহরসহ উপজেলার সকল মার্কেট, শপিংমল, দোকানপাট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।
রবিবার (১৮ মে) পাবনা জেলা প্রশাসনের এক আদেশে এ ঘোষণা দেয়া হয়।
জানা যায় পাবনায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যবিধি না মানা ও ব্যাপক ভিড় হওয়ায় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।