Logo
×

Follow Us

বাংলাদেশ

মাদারীপুরে ৩০০ পরিবারকে অর্থ বিতরণ

Icon

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২০, ১৭:৩৪

মাদারীপুরে ৩০০ পরিবারকে অর্থ বিতরণ

মাদারীপুরে ন্যাশনাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ হত-দরিদ্র পরিবারকে স্বাস্থ্য বিধি মেনে এক হাজার টাকা করে ঈদ সামগ্রী ক্রয়ের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকালে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খাগছড়া এইচকে উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নগদ অর্থ সহায়তা বিতরণ করেন মস্তফাপুর ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুস মল্লিক।

ন্যাশনাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক ও খাগছড়া এইচ.কে উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কাজী বাবুল হোসেন বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে আমি এবং আমাদের গ্রামের আরো বেশ কয়েকজন প্রবাসীর সম্মিলিত প্রচেষ্টায় এই অর্থ সংগ্রহ করে আমরা আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে হত দরিদ্রদের মাঝে বিতরণ করেছি। যাতে তারা ঈদ সামগ্রী ক্রয় করে ঈদ উদযাপন করতে পারে।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ন্যাশনাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি কাজী কামরুল হাসান, সাধারণ সম্পাদক সাগর মল্লিক, খাগছড়া এইচ.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামসহ অন্যরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫