Logo
×

Follow Us

বাংলাদেশ

বদলে গেল শেখ হাসিনা স্টেডিয়ামের নাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ২২:৩৯

বদলে গেল শেখ হাসিনা স্টেডিয়ামের নাম

ছবি- সংগৃহীত

জুলাই-আগস্ট আন্দোলনের পর দেশের সকল ক্ষেত্রেই পড়েছে পরিবর্তনের হিড়িক। ক্রীড়াঙ্গনও এর বাইরে নয়। গেল কয়েক মাসে দেশের বিভিন্ন স্পোর্টস কমপ্লেসগুলোর নাম বদল হয়েছে। এবার নাম পরিবর্তন করা হলো পূর্বাচলে শেখ হাসিনা ক্রিকেট স্টেডয়ামের নাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে হওয়া এই নতুন স্টেডিয়ামের নাম হবে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)।

আজ সোমবার নতুন স্টেডিয়ামের নাম পরিবর্তনের খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ১৮তম বোর্ড সভা শেষে বিকালে সংবাদ সম্মেলন করেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু ও নাজমুল আবেদিন ফাহিম।

গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরপরই এই স্টেডিয়ামের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এরপর বাতিল করা হয় দরপত্র। নির্মাণ কাজ অফ হলেও আপাতত নতুন বোর্ড সেখানে দুটি মাঠ বানানোর কাজ করাচ্ছে। আর এই পুরো প্রকল্পের নাম দেওয়া হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড।

এ ব্যাপারে সাংবাদিকদের ইফতেখার মিঠু বলেন, ২০৩১ বিশ্বকাপের জন্য স্টেডিয়ামটি নির্মাণ করতেই হবে আমাদের। তবে আপাতত মাঠ তৈরিতেই আমরা জোর দিচ্ছি। দুটি মাঠ তৈরি হচ্ছে সেখানে। ১৮টি পিচ থাকবে, নেট অনুশীলন থেকে শুরু করে সুযোগ-সুবিধা থাকবে যথেষ্ট। অস্থায়ী ড্রেসিং রুমও থাকবে, পরে যা সরিয়ে স্থায়ী করা হবে। আশা করি, আগামী মৌসুমে এই দুই মাঠে ঘরোয়া ক্রিকেট চালাতে পারব আমরা। আমাদের মাঠের সঙ্কটও তাতে কমবে কিছু।

এতদিন দেশের বিভিন্ন স্থাপনার মতো ক্রীড়াঙ্গনেও অনেক স্থাপনার নাম ছিল বিগত সরকার প্রধানের পরিবারের নামে। অন্তর্বর্তীকালীন সরকার সেই সকল স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এখন পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষদ্র ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নতুন নামকরণ করে বর্তমান সরকার। পরিবর্তন হয়, বঙ্গবন্ধু স্টেডিয়ামের নামেও। ঢাকার জনপ্রিয় এই স্টেডিয়ামের নামের সঙ্গে আর থাকছে না বঙ্গবন্ধু। এটি এখন কেবল জাতীয় স্টেডিয়াম হিসেবে থাকছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫