Logo
×

Follow Us

বাংলাদেশ

রাজশাহীতে রিকশা-অটোরিকশা চলাচলেও কড়াকড়ি

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২০, ১৫:০৫

রাজশাহীতে রিকশা-অটোরিকশা চলাচলেও কড়াকড়ি

রাজশাহীর ম্যাপ।

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজশাহীতে রিকশা-অটোরিকশা চলাচলেও কড়াকড়ি করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে রাজশাহী নগরীর সব মার্কেট বন্ধ হয়ে গেছে।

গত কয়েকদিন মার্কেট-দোকানপাট খোলার কারণে শহরে করোনার সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে গেছে। মার্কেটে শারীরিক দূরত্ব মানা হচ্ছিলো না।

জেলা প্রশাসক মোহাম্মদ হামিদুল হক বলেন, জনসমাগম ঠেকাতে অভিযান চলছে। উপজেলাতেও একইভাবে মার্কেট-দোকানপাট বন্ধ করা হচ্ছে। তবে কৃষিপণ্য, কাঁচাবাজার, ওষুধ, জরুরি সেবা ও খাবারের দোকান এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

জেলা সিভিল সার্জন ডাক্তার এনামুল হক জানিয়েছেন, রাজশাহীতে গত ১২ এপ্রিল থেকে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ২১ জন। এর মধ্যে ছয়জন সুস্থ হয়েছেন। মারা গেছেন একজন। রাজশাহী মহানগরীতে শনাক্ত হয়েছেন একজন।

এর আগে সোমবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার স্বাক্ষরিত গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী মহানগরীতে প্রবেশ এবং বের হওয়াতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন রাজশাহী মহানগর পুলিশ। এছাড়াও জরুরি প্রয়োজন ছাড়া রাত আটটা সকাল ছয়টা পর্যন্ত বাড়ির বাইরে বের হওয়া যাবে না। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫