Logo
×

Follow Us

বাংলাদেশ

ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১০:৫৪

ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ। ছবি- সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ ছাড়া শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে গাজীপুরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে মহাসড়ক অবরোধ করেন তারা। 

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানায়, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন গত ৯ মার্চ দেয়ার কথা ছিল। বেতন না দেয়ায় সোমবার সকাল থেকে কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে বিকেলে তারা বাড়ি ফিরে যায়। আজ সকালে কাজে যোগ দিতে গিয়ে তারা দেখেন কারখানার সামনে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ টাঙিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ওই নোটিশ দেখে শ্রমিকরা সকাল ৭ টা থেকে কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে তারা। 

এতে ওই সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। চরম বিপাকে পড়েছেন অফিসগামী যাত্রীরা। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫