Logo
×

Follow Us

বাংলাদেশ

ঢাকার কোনো রাস্তা কাটাকাটি-খোঁড়াখুঁড়ি করলে ব্যবস্থা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৭:৩১

ঢাকার কোনো রাস্তা কাটাকাটি-খোঁড়াখুঁড়ি করলে ব্যবস্থা

প্রতীকী ছবি

ঢাকায় অনুমতি ছাড়া সড়ক খোঁড়াখুড়ি করলে কাজ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার ডিএমপি থেকে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে নতুন এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর পুলিশ যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও ঠিকাদারদের সহযোগিতা কামনা করছে। কোনো প্রতিষ্ঠান যদি কাটাকাটি/খোঁড়াখুঁড়ির এ সব শর্ত ভঙ্গ করে ঢাকা মহানগর এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায়, তাহলে সংশ্লিষ্ট কাজ বন্ধ করাসহ ঠিকাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাস্তার খোঁড়াখুঁড়ি ও মেরামতের কাজ দিনের বদলে রাতে করতেও বলেছে পুলিশ।

রাজধানীতে বিভিন্ন সংস্থার উন্নয়ন কাজে সমন্বয়হীনতা নিয়ে বহু বছর ধরেই আলোচনা হচ্ছে। প্রায়ই দেখা যায় একটি সেবা সংস্থা উন্নয়ন কাজ কাজ করার পর সড়ক মেরামত করা হয়। এরপর অন সংস্থা সেটি আবার কাটে।

ডিএমপিও বলছে, এসব কারণে ঢাকা মহানগরীর যানজট বৃদ্ধি পেয়ে জনভোগান্তি সৃষ্টি হয়, অলসভাবে বসে থাকার ফলে শ্রমঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি রাষ্ট্রের কোটি কোটি টাকারও ক্ষতি হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বেশ কিছু সমস্যার কথা তুলে ধরা হয়।

# ঠিকাদারি প্রতিষ্ঠান দিনের বেলা বিভিন্ন ইউটিলিটি সার্ভিসের কাজের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি করে থাকে, যা পুনঃ মেরামত করতে ৭/৮ মাস লেগে যায়।

# যানবাহন চলাচলের জন্য বিকল্প রাস্তা তৈরি না করেই রাস্তা খোঁড়াখুঁড়ি করা হয়।

# খোঁড়াখুঁড়ির সময় ট্র্যাফিক সিগন্যালের জন্য দিকনির্দেশনা সম্বলিত সাইনবোর্ড লাগানোর বিধান থাকলেও তা করা হয় না।

# এক লেনে খোঁড়াখুঁড়ি করে মাটি/আবর্জনা অন্য লেনে ফেলে রাখার ফলে দুই লেনের যান চলাচল ব্যাহত হয়।

# রাস্তার উভয় পাশে খোঁড়াখুঁড়ির কাজ করা হয়, ফলে রাস্তা উভয় দিক থেকে সরু হয়ে যায়।

# যানবাহন নিয়ন্ত্রণ বা ডাইভারশনের জন্য প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয় না।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫