Logo
×

Follow Us

বাংলাদেশ

‘জুলাই মঞ্চের’ দখলে শাহবাগ মোড়: যানজটে জনভোগান্তি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৬:৫৮

‘জুলাই মঞ্চের’ দখলে শাহবাগ মোড়: যানজটে জনভোগান্তি

ছবি: সাম্প্রতিক দেশকাল

রোজার শেষে এসে সাপ্তাহিক ছুটির দুই দিনে ঈদ কেনাকাটায় ব্যস্ত মানুষের চলাচল যখন বেড়েছে, সে সময় রাজধানীর শাহবাগ মোড় অবরোধ যানজট বাড়িয়ে তৈরি করেছে ভোগান্তি।

গণআন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ ও জুলাই হত্যার বিচারের দাবিতে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি পালন করছে ‘জুলাই মঞ্চ’ নামে একটি সংগঠন।শনিবার দুপুর ২টায় শাহবাগ মোড়ে অবস্থান নেয় মঞ্চের প্রতিনিধিরা। তাদের অবস্থানের কারণে ব্যস্ত এই সড়কে যান চলাচল ব্যাহত হয়ে তৈরি হয় দীর্ঘ যানজট।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান ছিল সংগঠনের নেতাকর্মীদের। শুক্রবার রাতে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেয়।

কর্মসূচির বিষয়ে জুলাই মঞ্চের প্রতিনিধি শিক্ষার্থী মিনহাজুল আবেদীন বলেন, “আমরা জুলাই গণহত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থা করছি প্রায় একমাস ধরে। কিন্তু প্রধান উপদেষ্টার আওয়ামী লীগ প্রসঙ্গে বক্তব্যের পর গতকাল ও আজ আমরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছি আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে।”

তার দাবি তারা মোড়ের মাঝখানে বসেছেন। তাদের চারপাশ দিয়ে যানবাহন ও পথচারীরা যাতায়াত করছে। এতে চলাচলের কোনো সমস্যা হচ্ছে না।

তবে চলাচলকারীরা বলছেন ভিন্ন কথা।

রাজধানীর হাতিরপুল থেকে যাত্রী নিয়ে যাচ্ছিলেন রিকশাচালক হারুন আর রশিদ। তিনি বলেন, “শাহবাগে সব সময় যানজট থাকে। আন্দোলন,মিছিলে এইডা বাড়ে। সরকারের উচিত সবার সব দাবি মাইন্যা নেওয়া। তাইলে তো আর মানুষ রাস্তায় নামব না। আর দুর্ভোগ হইব না।”

দিনের পর দিন শাহবাগ মোড়ে আটকা পড়ে বিরক্ত মালঞ্চ বাসের সহকারী হাসান মিয়া। তিনি বলেন, “আন্দোলন মানেই অহন শাহবাগ-পল্টন। এমনও দিন গেছে যেইদিন আমরা দিনের অর্ধেক সময় শাহবাগ মোড়ে বইস্যা আছিলাম। আন্দোলন করার লাইগ্যা আলাদা জায়গা দেক সরকা। তাইলে অন্যদের সমস্যা হয় না।”

শাহবাগ মোড় হেঁটে পার হচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা মাহি সুলতানা। তিনি বলেন, “ভাই ঢাকায় প্রচুর যানজট। তার উপর যদি মানুষ আন্দোলন করতে গিয়ে রাস্তার একটি অংশ দখল করে নেয়, তাহলে আমরা যারা চলাচল করছি তাদের চলাচল করতে বেশ সমস্যায় পরতে হয়।”

‘নিষিদ্ধ সড়কে’ বিক্ষোভ, গা নেই পুলিশের

গত ১৩ মার্চ ঢাকা মহানগর পুলিশের এক আদেশে যেসব এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ করা হয়, তার একটি ছিল শাহবাগ মোড়।

সেদিন বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পাশের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড় ও মিন্টো রোডে সব ধরনের সভা-সমাবেশ গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করা হয়।

গত ১৩ মার্চ ডিএমপি রাজধানীর যে-সব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা করে, তার একটি ছিল শাহবাগ মোড়।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে সেই আদেশ এখনও বহাল আছে।

তবে জুলাই মঞ্চের নেতাকর্মীদের সরিয়ে দিতে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি কোনো অবস্থানও দেখা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বেলা ৩টার দিকে সাম্প্রতিক দেশকালকে বলেন, ‘’এটা খোঁজ নিতে হবে ভাই। আমি একটু কথা বলে দেখি।”

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫