সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৬:৩৬

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
স্বাধীনতা দিবস ও রোজার ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানাতে এবং সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয় সন্ধ্যা সাতটায় সরকারপ্রধান ভাষণ দেবেন।
বুধবার স্বাধীনতা দিবস। প্রধান উপদেষ্টার ভাষণে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ছাড়াও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিবরণ থাকতে পারে।
এ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন, চলমান সংস্কার প্রক্রিয়াসহ বিভিন্ন ইস্যু থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মুহাম্মদ ইউনূসের ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশনগুলো সম্প্রচার করবে। এ ছাড়া অনলাইনেও এটি সম্প্রচার হবে।