Logo
×

Follow Us

বাংলাদেশ

ঈদের আগে কৃত্রিম পা পেলেন ১০ জন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১৪:৪৩

ঈদের আগে কৃত্রিম পা পেলেন ১০ জন

দুর্ঘটনায় পা হারিয়ে স্থায়ী পঙ্গুত্ববরণ করা দশজনের পাশে দাঁড়িয়েছে ‘স্বপ্ন নিয়ে’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সমাজের বিত্তবানদের সহযোগিতায় ঈদের আগে নতুন জীবনে স্বপ্ন দেখছে তারা।

বুধবার ১০ জনকে কৃত্রিম পা দেওয়া হয়। এ নিয়ে সংগঠনটির পক্ষ থেকে মোট ১২৭ জনকে কৃত্রিম পা দেওয়া হলো।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে’র উদ্যোগে গত ২০ মার্চ ঢাকার শ্যামলীর কৃত্রিম পা, হাত ও ব্রেইস সংযোজন কেন্দ্র ইজিলাইফ ফর বাংলাদেশে ১০ জনের কৃত্রিম পা সংযোজনের কার্যক্রম শুরু হয়। পা সংযোজন ও সাত দিন প্রশিক্ষণ শেষে আজ তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন, “আমরা প্রায়ই আমাদের চারপাশে পক্ষাঘাতগ্রস্থ অসহায় মানুষ দেখে থাকি। আমরা স্বপ্ন নিয়ে’র মাধ্যমে সকলের সহযোগিতায় এর আগে ১১৭ জনের কৃত্রিম পা সংযোজন করে দিয়েছি। সবার সামর্থ্য অনুযায়ী এসব মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিত। পক্ষাঘাতগ্রস্থ অসহায় ও গরিব মানুষের প্রাত্যাহিক জীবনে স্বাচ্ছন্দ্য আসার পাশাপাশি যেনো গতির সঞ্চার হয় এবং এর মাধ্যমে তাদের জীবনযাপন আরও সহজ ও সুন্দর হয় সে লক্ষ্যেই এমন উদ্যোগ নিয়েছে ‘স্বপ্ন নিয়ে’।

এই উদ্যোগ বাস্তবায়নে অর্থসহ যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা হান্নান।

কৃত্রিম পা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পা হারানোরা। কৃত্রিম পা পাওয়ার মাধ্যমে তারা আবার সমাজের মূল স্রোতে ফেরার জন্য আশাবাদের কথা জানান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫