Logo
×

Follow Us

বাংলাদেশ

ঈদের ছুটি কাটিয়ে মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ১০:৫৮

ঈদের ছুটি কাটিয়ে মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন চলাচল শুরু। ছবি- সংগৃহীত

ঈদের দিনের ছুটি শেষে রাজধানীর গণপরিবহন মেট্রোরেল ও সারা দেশে চলাচল করা আন্তঃনগর ট্রেন আবারও চলতে শুরু করেছে।

মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে এসব পরিবহন যথারীতি তাদের নির্ধারিত রুটে চলাচল করছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আগেই জানিয়েছিল, শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে, তবে পরদিন থেকে যথারীতি সেবা চালু থাকবে।

এদিকে, ঈদের আগেই বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এক আন্তঃমন্ত্রণালয় সভায় জানিয়েছিলেন, ঈদের দিন আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকলেও ঈদের আগে সব ট্রেনের ডে-অফ বাতিল করা হয়েছিল এবং ঈদের পর তা আবার কার্যকর হবে।

ঢাকা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, দিনের প্রথম ট্রেন হিসেবে পর্যটক এক্সপ্রেস ভোর ৬টা ১৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

অন্যদিকে, মেট্রোরেলের প্রথম ট্রিপ সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায়, আর মতিঝিল থেকে প্রথম ট্রেন সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করে। ঈদের ছুটির পর স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসায় যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা গেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫