পুলিশ কেন ব্যবস্থা নেয় না? উপদেষ্টার জবাব, ‘৫ আগস্ট থানা-গাড়ি পোড়ানো হয়েছে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ২০:১৫

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সাম্প্রতিক দেশকাল
পুলিশের থানা ও গাড়ি পুড়িয়ে দেওয়াসহ নানা কারণে আইনশৃঙ্খলা বাহিনীটি অপরাধের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে সিলেটে বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
আগের থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে দাবি করে উপদেষ্টা এও বলেন, “ভবিষ্যতে আর কোনো সংঘবদ্ধ মব সহ্য করা হবে না। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”
গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে দল বেঁধে মানুষের হামলা ও আক্রমণের মধ্যে পুলিশের তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ার বিষয়টি আবার সামনে এসেছে গত সোমবার ইসরায়েলবিরোধী বিক্ষোভে। পর্যটন নগরী কক্সবাজার, সিলেট ছাড়াও খুলনা, গাজীপুর, কুমিল্লা, বগুড়ায় বহুজাতিক কোম্পানি বাটা, পিৎজা হাট, ডোমিনোস পিৎজা, কেএফসি, ইউনিমার্টসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে দল বেঁধে হামলা ও লুটপাট চালায় মানুষ।
দেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিনিয়োগ সম্মেলন চলার মধ্যে এই ঘটনায় উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি হয়। হামলার সময় নিষ্ক্রিয় থাকলেও পরে সমালোচনার মুখে গ্রেপ্তার অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।
আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলেও পুলিশ কেন তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে না- এই প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অনেকে সময় পুলিশের অ্যাকশন নিতে দেরি হয়। কেননা বিভিন্ন কারণে পুলিশের যানবাহনসহ আনুষঙ্গিক সুবিধার কিছুটা ঘাটতি রয়েছে।
“৫ আগস্ট পুলিশের অনেক থানা ও গাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হয়েছে। আর আমরা এখনও তাদের নতুন গাড়ি দিতে পারিনি। তবে বিভিন্ন জায়গা থেকে পুরনো গাড়ি সংগ্রহ এবং কিছু নতুন গাড়ি ক্রয়ের মাধ্যমে সে ঘাটতি পূরণের চেষ্টা চলছে।”
বৃহস্পতিবার দুপুরে সিলেটে বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
আগামীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে বলেও আশ্বাস দেন তিনি। বলেন, “পুলিশ সংস্কার ও পুনর্গঠন প্রক্রিয়া চলমান। সে কারণে পুলিশ আগের চেয়ে তৎপর ও কর্মোদ্যমী হয়েছে।”
জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ করতে হলে পুলিশ সদস্যদের থাকা, খাওয়াসহ থানার অবকাঠামো ও আনুষঙ্গিক সুবিধাদি আরও উন্নত করা প্রয়োজন বলেও মন্তব্য করেন জাহাঙ্গীর। বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সেই চেষ্টা করে যাচ্ছি।”
সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
পরে স্বরাষ্ট্র উপদেষ্টা সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন করেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “অপরাধের ঘটনা ঘটতেই পারে। তবে মুখ্য বিষয় হচ্ছে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী আইনানুগ ব্যবস্থা নিচ্ছে কি না। ভবিষ্যতে যেন কোনো গোষ্ঠী সংঘবদ্ধ মব সৃষ্টি করতে না পারে এবং সন্ত্রাসী/অপরাধীরা অপরাধ ঘটাতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।”
গণমাধ্যমকর্মীদের সঠিক সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, “এতে জনগণ সঠিক তথ্য পাবে, দেশের পরিস্থিতি শান্ত থাকবে। দেশ ও জনগণের মঙ্গল হবে।”