Logo
×

Follow Us

বাংলাদেশ

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ভাঙচুর নয়, ‘সংস্কার’ চলছে: পুলিশ

Icon

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১২:২৩

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ভাঙচুর নয়, ‘সংস্কার’ চলছে: পুলিশ

রাজধানীর মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভাঙচুর করা হয়নি, সেখানে ‘সংস্কার কাজ’ চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, গণপূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি) স্মৃতিসৌধের সংস্কার কাজ করছে। দারুস সালাম থানার পুলিশ কর্মকর্তারা সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছেন বলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধটি মিরপুর দারুস সালাম থানার বিপরীতে একটি খেলার মাঠের পরেই অবস্থিত। বর্তমানে এটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন।

সামাজিক মাধ্যমে স্মৃতিসৌধের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, স্মৃতিসৌধের কয়েকটি অংশে ইট খুলে ফেলা হয়েছে, স্তম্ভের ওপর ছড়িয়ে রয়েছে ভাঙা অংশ। কিছু অংশের প্লাস্টারও খসে পড়েছে।

ভিডিওতে একাধিক ব্যক্তিকে স্মৃতিস্তম্ভের ওপর জুতা পরে চলাফেরা করতে দেখা যায়। তবে সেখানে কেউ কাজ করছে—এমন কোনো দৃশ্য দেখা যায়নি।

সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই এমন কর্মকাণ্ডে নেতিবাচক মন্তব্য করেন। বিষয়টি নিয়ে সমালোচনার মধ্যে পুলিশের পক্ষ থেকে স্মৃতিসৌধটি সংস্কার করা হচ্ছে বলে দাবি করা হয়।

দারুস সালাম থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, “পিডব্লিউডি এই স্থানটি সংস্কার করছে। আমরা সংশ্লিষ্ট প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি।”

কবে থেকে ‘সংস্কার কার্যক্রম’ শুরু হয়েছে সে বিষয়ে স্পষ্ট দিনক্ষণ জানাতে পারেননি তিনি। এছাড়া এ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা, অনুমোদন বা কাজের সময়সূচি সংক্রান্ত কোনো লিখিত বা আনুষ্ঠানিক তথ্য দিতে পারেননি ওসি।

তবে সংস্কার কাজ চলছে জানিয়ে মো. কামরুজ্জামান বলেন, “আমাদের গাবতলী ফাঁড়ির ইনচার্জ আজ ইঞ্জিনিয়ার শাহরিয়ার স্যারের সঙ্গে কথা বলেছেন। তিনি নিশ্চিত করেছেন, সংস্কারের কাজ চলছে।”

এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তর ও সিটি করপোরেশনের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫