Logo
×

Follow Us

বাংলাদেশ

টিউশনির জমানো টাকায় ৪০ পরিবারকে শিক্ষার্থীর ঈদ উপহার

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২০, ২১:২৮

টিউশনির জমানো টাকায় ৪০ পরিবারকে শিক্ষার্থীর ঈদ উপহার

ছবি: সাম্প্রতিক দেশকাল

পাবনা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো. তরিকুল ইসলাম লিমন টিউশনির জমানো টাকা থেকে ৪০ অসহায় পরিবারকে ঈদের উপহার দিয়েছেন।

বুধবার (২০ মে) বিকেলে পাবনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে এ উপহার বিতরণ করা হয়। এ সময় পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নিরঞ্জন চন্দ্র বসাকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাবনা মেডিকেল কলেজের স্টাফ ও শিক্ষার্থীদের হোস্টেলের দায়িত্বে থাকা কর্মচারী এবং কলেজের আশপাশের ৪০ দরিদ্র পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণের সময় শিক্ষার্থী লিমন জানান, প্রতি ব্যাগে এক কেজি পোলাও চাল, এক প্যাকেট সেমাই, আধা কেজি চিনি, আধা লিটার তেল ও দুই প্যাকেট গুঁড়া দুধ রাখা হয়েছে। 

দেশব্যাপী করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই শুরু হওয়া ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আহ্বান জানান এই শিক্ষার্থী।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫