Logo
×

Follow Us

বাংলাদেশ

দ্বিতীয় ট্রাইব্যুনালের সিদ্ধান্ত সরকারের: চিফ প্রসিকিউটর

Icon

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৬:৫১

দ্বিতীয় ট্রাইব্যুনালের সিদ্ধান্ত সরকারের: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফাইল ছবি

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আরেকটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।

এ বিষয়ে এখন কাজ চলমান রয়েছে জানিয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এখন একটি ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নতুন আরেকটি ট্রাইব্যুনাল গঠিত হলে বিচার কার্যক্রম আরও তরান্বিত হবে।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারিক কার্যক্রম এখন চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধসহ মোট তিনশতাধিক অভিযোগ জমা পড়েছে। যেখানে ৩৯টির তদন্ত কার্যক্রম চলমান। তদন্তের প্রাথমিক সত্যতার আলোকে মিস কেইস হয়েছে ২২টি। এইসব মিস কেইসে ১৪১ জন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে বেসামরিক ব্যক্তি ৭০ জন, পুলিশ ৬২ জন এবং সামরিক ৯ জন। তাদের মধ্যে ৫৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৮৭ জন পলাতক রয়েছেন।

এর মধ্যে চারটি মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মামলাগুলো হলো-আশুলিয়া লাশ পোড়ানোর ঘটনা, চানখারপুল হত্যাকাণ্ডের ঘটনা, রামপুরা কার্নিশে ঝুলে থাকা ব্যাক্তিকে গুলির ঘটনা ও শেখ হাসিনার বিরুদ্ধে মামলা।

এসব মামলার তদন্ত প্রতিবেদন শিগগিরই আদালতে দাখিল করা হতে পারে। তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে আসার পরই আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে বলে জানান চিফ প্রসিকিউটর।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫