Logo
×

Follow Us

বাংলাদেশ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেফতার

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২০, ১৫:০৯

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেফতার

আর শেষ রক্ষা হলো না নারী ও শিশু অপব্যবহার নিয়ন্ত্রণের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হানিফ সরদারের। মামলা দায়েরের পর থেকে পলাতক থাকার ২৩ বছর পর গ্রেফতার হয়েছেন তিনি।

বুধবার (২০ মে) বিকালে বরিশালের হিজলা থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হানিফ সরদার (৫৫) হিজলার এলাকার মৃত সানদার সরদারের ছেলে।

বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতী পুলিশ সুপার) আব্দুর রকিব জানান, ১৯৯৭ সালে হিজলা থানায় হানিফ সরদারের বিরুদ্ধে নারী ও শিশু অপব্যবহার দমন আইনে মামলা হয়।

এর পর থেকেই পলাতক ছিলেন তিনি। তার অনুপস্থিতিতে আদালত মামলার বিচারকার্য সম্পন্ন করে যাবজ্জীন কারাদণ্ডে দণ্ডিত করেন। পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।

কিন্তু পালিয়ে থাকায় তাকে গ্রেফতারে ব্যর্থ হয় পুলিশ। অবশেষে বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হিজলার হরিনাথপুরে বড় ভাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতারে সক্ষম হয় পুলিশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫