
শেরপুরে কর্মহীন ফুটবল খেলোয়াড়দের ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান দিয়েছে জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ)।
ফুটবল খেলে যারা উপার্জন করে থাকেন জেলার এমন ৩৫ জন ফুটবলারের মাঝে ২২ মে শুক্রবার (২২ মে) দুপুরে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এক হাজার টাকা করে এ ঈদ উপহার প্রদান করা হয়।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম ও ডিএফএ সভাপতি মানিক দত্ত ফুটবলারদের হাতে উপহারের অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন- ডিএফএ সাধারণ সম্পাদক হাকিম বাবুল, সহ-সভাপতি সৈয়দ রবিউল করিম মনি, কোষাধ্যক্ষ জিন্নত আলী, কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন বাবুল, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ।