Logo
×

Follow Us

বাংলাদেশ

নড়াইলে এনপিপির পক্ষে ঈদসামগ্রী বিতরণ

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২০, ১৬:৪৬

নড়াইলে এনপিপির পক্ষে ঈদসামগ্রী বিতরণ

ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) নড়াইল জেলা শাখার পক্ষ থেকে সেমাই, চিনি, দুধ, কিসমিস, চালসহ ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে এনপিপির নড়াইল জেলা কার্যালয়ে এসব ঈদসামগ্রী বিতরণ করেন সংগঠনের জেলা সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনসুরুল হক ভূঁইয়া, এনপিপি নেতা নুরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এনপিপি নেতা মনিরুল ইসলাম বলেন, আমাদের দলের চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুর পক্ষ থেকে অসহায় কর্মহীন মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। এনপিপি সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় করোনাভাইরাসের কঠিন সময়ে দলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। সাধ্যমতো কর্মহীন মানুষদের সহযোগিতা করা হচ্ছে। এর আগেও সহযোগিতা করা হয়েছে।

এদিকে, ঈদসামগ্রী বিতরণের পাশাপাশি করোনাভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়। অন্যদিকে ঈদসামগ্রী পেয়ে খুশি হয়েছেন কর্মহীন হত দরিদ্ররা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫