Logo
×

Follow Us

বাংলাদেশ

করোনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২০, ১৪:৫৯

করোনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের ইন্সপেক্টর (পরিদর্শক) রাজু আহম্মেদ (৪০)। এ নিয়ে পুলিশের ১৩ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত মারা গেলেন। এই প্রথম কোনো পরিদর্শক মারা গেলেন।

রবিবার (২৪ মে) সকাল ১০ টার দিকে রাজার বাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তথ্যটি নিশ্চিত করেছেন রাজারবাগ পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

তিনি বলেন, গত ২ মে অসুস্থ বোধ করলে তিনি করোনা টেস্ট করান। পরীক্ষায় পজিটিভ আসে। এরপরই ভর্তি করা হয় রাজারবাগ পুলিশ হাসপাতালে। ওইদিনই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় আইসিইউতে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে দশটায় পরলোক গমন করেন তিনি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, ইন্সপেক্টে রাজুর গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি ঢাকা মহানগর পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম ইউনিটে কর্মরত ছিলেন।

রাজু আহম্মেদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলায় লাশ দাফনের জন্য পাঠিয়েছে পুলিশ।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে ডিএমপি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫