এস আলম গ্রুপের চেয়ারম্যানের মা-ছেলের করোনা পজেটিভ
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২০, ১৪:১৭
দেশের শীর্ষ ব্যবসায়িক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা চেমন আর বেগম ( ৮৫) ও ছেলে আহসানুল আলম মারুফ (২৬) করোনা আক্রান্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
শনিবার (২৩ মে) ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষায় সাইফুল আলম মাসুদের পরিবারের ওই দুই সদস্যের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়।
সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, এস আলম গ্রুপের চেয়ারম্যানের মা এবং ছেলে করোনা আক্রান্ত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
তিনি বলেন, এর আগে ১৭ মে চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় সাইফুল আলম মাসুদের পরিবারের ৬ সদস্যের করোনা পজিটিভ শনাক্ত হন।
এছাড়া গত শুক্রবার (২২ মে) রাত ১১টার দিকে পরিবারের জ্যেষ্ঠ সদস্য এবং গ্রুপের পরিচালক মোরশেদুল আলম চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
