Logo
×

Follow Us

বাংলাদেশ

লালমনিরহাটে আরো ৩ জনের করোনা সনাক্ত

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২০, ১৫:৪১

লালমনিরহাটে আরো ৩ জনের করোনা সনাক্ত

লালমনিরহাটে এক পুলিশ কনস্টেবল ও ব্র্যাক অফিসের এক কর্মীসহ ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে ৮টার পর বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়।

তিনি জানান, হাতীবান্ধা থানায় কর্মরত একজন পুলিশ কনস্টেবল গত ১৮ মে থেকে জ্বর-সর্দি কাশিতে ভুগছিলেন। গত ১৯ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

একইদিন কালীগঞ্জ ব্র্যাক অফিসে কর্মরত ৩৭ বছর বয়সী এক ব্যক্তি ও কালীগঞ্জের কাশিরাম এলাকায় চট্টগ্রাম থেকে গত ১৭ মে ফেরত আসা ৪৮ বছর বয়সী এক ব্যক্তির নমুনা সংগ্রহ করেও পাঠানো হয়। মঙ্গলবার তাদের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে।

লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, করোনা পজিটিভ পুলিশ সদস্যের নাম আহসানুল কবির (কং/৪০৯)। তিনি লালমনিরহাটের সহকারি পুলিশ সুপার (এএসপি) বি সার্কেল দেহরক্ষী হিসাবে কর্মরত।

জেলায় এ পর্যন্ত  মোট ৭৮৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ৬২৪ জনের রিপোর্ট পাওয়া গেছে। গত ১১ এপ্রিল নারায়ণগঞ্জ ফেরত এক রাজমিস্ত্রির শরীরে প্রথম করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর থেকে বাড়তে থাকে সংখ্যা।

মঙ্গলবার (২৬ মে) পর্যন্ত করোনা পজিটিভ ৩ জনসহ জেলার ৫ উপজেলায় মোট পজিটিভ শনাক্ত ৩৩ জন। এখন পর্যন্ত করোনা পজিটিভ ৬ জন ব্যক্তি সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। অন্যরা ডাক্তারের তত্ত্বাবধানে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫