নিজের করোনা রিপোর্টে নিজেই স্বাক্ষর করলেন ডা. শাকিল আহমেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ মে ২০২০, ১৯:১৪

তার নেতৃত্বে গত দেড়মাস ধরে চট্টগ্রামে চলছে করোনার নমুনা পরীক্ষা। এ পর্যন্ত কয়েক হাজার নমুনা পরীক্ষা করেছেন তিনি। দিনের বেশিরভাগ সময়ই কাটান ল্যাবে। কাজে এতটাই নিবেদিতপ্রাণ যে, বন্ধের দিনে রিপোর্ট প্রস্তুত করার লোক না থাকায় নিজের ছেলেকেই ল্যাবে নিয়ে এসে তা তৈরি করেছেন।
সম্প্রতি চট্টগ্রামে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে করোনার যে জিনোম সিকোয়েন্স করা হয়েছে, সেটাতেও জড়িত তিনি।
এবার এমন এক রিপোর্টে তিনি স্বাক্ষর করলেন, যেখানে আক্রান্ত হিসেবে তার নিজেরই নাম রয়েছে। তিনি চট্টগ্রামের ফৌজদারহাট বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিকাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালের ল্যাব প্রধান ডা. শাকিল আহমেদ। মঙ্গলবার রাতে তার করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত হয়।
এরপর তিনি নিজেই আবেগঘন একটি পোস্ট দেন ফেসবুকে। যেখানে তিনি লিখেছেন, 'ঘড়ির কাঁটায় রাত বারোটা বেজে এইমাত্র ঢলে পড়লো। ক্লান্ত কিন্ত সাহসী মনোবল নিয়ে নিজেই নিজের করোনা পজিটিভ রিপোর্ট সাইন করলাম। দপ্তরগুলোতে মেইল করার পর কম্পিউটার অফ করে রুমের বাতি নিভাতে গিয়ে একটু থমকে গেলাম। অফিস ছেড়ে যাচ্ছি। কবে আবার আসা হবে জানি না। অল্প সংখ্যক সহকর্মী ঘিরে ছিলো। আবার অফিসের চেয়ারে বসে পড়লাম একটা ছবি তুলতে বল্লাম। তারা তুলে দিলো। নিজেরাও সাহসের সাথে গ্রুপছবি তুলতে চাইলো। বন্ধ করে বেরিয়ে এসে বাহিরের দরজায় দাঁড়ালাম। সবাই ঘিরে ছিলো। আবার ছবি তুলতে চাইলো। না করিনি। অনেক পেয়েছি এখান থেকে। বিনিময়ে কিছু দিতে পেরেছি কি না, জানি না। সকল সহকর্মীদের ভীষণ মিস করবো। আল্লাহ সবাইকে ভালো রাখুন।'

তবে তার শারিরীক অবস্থা স্থিতিশীল বলে জানান চিকিৎসকরা। তিনি রয়েছেন আইসোলেশনে। অবশ্য ল্যাবের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলে জানান হাসপাতালের পরিচালক ডা. এমএ হাসান। ইতোমধ্যে ল্যাবের দায়িত্ব নিয়েছেন একজন চিকিৎসক।