Logo
×

Follow Us

বাংলাদেশ

শ্বশুরবাড়ি গিয়ে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

Icon

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২০, ১৭:১২

শ্বশুরবাড়ি গিয়ে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

নওগাঁর ধামইরহাটে করোনা উপসর্গ নিয়ে আইনুল হক (৪০) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আইনুল হক ঈদের ছুটি নিয়ে শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। তার বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার খেতাবপুর গ্রামে।

বৃহস্পতিবার বিকেলে রুপনারায়নপুর গ্রামে এই ঘটনা ঘটে। শুক্রবার (২৯ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ড. স্বপন কুমার বিশ্বাস।

পারিবারিক সূত্রে জানাজায়, আইনুল হক ঢাকার নায়ারণগঞ্জ থেকে ঈদের ছুটি পেয়ে পরিবারের সাথে ঈদ করতে সপ্তাহ খানেক আগে ধামইরহাট ইউনিয়নের রুপনারায়নপুর গ্রামে শ্বশুর তোফায়েল আহমেদের বাড়িতে যায়।

আইনুল হক ঢাকায় নারায়ণগঞ্জে একটি গার্মেন্টসে পোশাক শ্রমিকের কাজ করতেন। ছুটি পেয়ে বাড়ি যাওয়ার কয়েকদিন পরে শরীরে করোনা উপসর্গ জ্বর-কাশি দেখা দিলে উপজেলা স্বাস্থ্য বিভাগ গত ২৬ তারিখ নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকালে পাঠান।

নমুনা সংগ্রহের পর বৃহস্পতিবার বিকালে সে গায়ে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যায়। রাতেই শ্বশুর বাড়িতে লাশ দাফন করা হয় বলে তার পরিবার নিশ্চিত করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. স্বপন কুমার বিশ্বাস জানান, মারা যাবার দুদিন আগে আমরা তার নমুনা সংগ্রহ করে রাজশাহী পাঠিয়েছি কিন্তু ফলাফল এখনো আসেনি। নমুনা এলেই আমরা বলতে পারবো কি কারণে তার মৃত্যু হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫