Logo
×

Follow Us

বাংলাদেশ

জব্দকৃত ৭ লাখ রেনুপোনা কীর্তনখোলায় অবমুক্ত

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২০, ১৭:৪১

জব্দকৃত ৭ লাখ রেনুপোনা কীর্তনখোলায় অবমুক্ত

ছবি: বরিশাল প্রতিনিধি

করোনা পরিস্থিতির মধ্যেও থেমে নেই রেনুপোনা পাচার চক্র। প্রায় প্রতিদিনই বরিশালের বিভিন্ন অঞ্চল থেকে নদী এবং সড়ক পথে পাচার হচ্ছে ঝাঁকে ঝাঁকে রেনুপোনা।

বরিশালের কালাবদর নদী দিয়ে পাচার হতে চলা এমনই একটি চালান জব্দ করেছে কোস্টগার্ড। যেখানে ছিলো সাত লক্ষ পিস চিংড়ি রেনু পোনা। পরে তা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড বরিশালের রিডিং রেডিও অপারেটর জেনারেল (এলআরওজি) আসাদুজ্জামান তথ্য নিশ্চিত করে বলেন, একটি ট্রলারে বিপুল পরিমাণ গলদা চিংড়ির রেনুপোনা ভোলা থেকে সাতক্ষীরা-বাগেরহাট এলাকায় পাচার করা হচ্ছিল।


গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে কোস্টগার্ডের টহল টিম বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন সংলগ্ন নদীতে কালাবদর ওই ট্রলারটি ধাওয়া করে।

এ সময় পাচারকারিরা রেনুপোনাসহ ট্রলার ফেলে পালিয়ে যায়। পরে ট্রলারটি থেকে ২৮টি ব্যারেলে ৭ লাখ পিস গলদা চিংড়ি রেনুপোনা উদ্ধার করে কোস্টগার্ডের টিম।

তিনি আরো জানান, সকালে ওই রেনুপোনা বরিশাল সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান এবং মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫