
ঝালকাঠির ম্যাপ।
ঝালকাঠির রাজাপুরে পুলিশ কর্মকর্তা এসআই খোকনকে কুপিয়ে জখম করেছে ইকবাল মল্লিক (৪৫) নামে মাদক মামলার এক আসামি। মামলার তদন্ত করতে গিয়ে আসামির দায়ের কোপে গুরুতর আহত হন তিনি।
শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার গালুয়া ইউনিয়নের কাটাখালি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার বিকালে পুলিশ সদস্যদের নিয়ে রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন ঘটনাস্থলে যান। পরে সন্ধ্যার দিকে কাটাখালি এলাকায় একাধিক মাদক মামলার আসামি ইকবাল মল্লিক এসআই খোকনকে লক্ষ্য করে দা দিয়ে কোপ দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
তিনি বলেন,পরে তাকে উদ্ধার করে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাজাপুর থানার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, রোগীর অবস্থা গুরুতর হওয়ায় আমরা তাকে বরিশালে নিয়ে এসেছি। আসামি গ্রেফতারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে।