Logo
×

Follow Us

বাংলাদেশ

কক্সবাজারে আরো ২৩ জনের করোনা শনাক্ত

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২০, ১৮:৫১

কক্সবাজারে আরো ২৩ জনের করোনা শনাক্ত

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১৬৪ জনের নমুনা পরীক্ষায় ২৯ জনের পজিটিভ এসেছে। এতে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২৬ জন। অপর ৩ জন আক্রান্ত রোগীর ফলোআপ রিপোর্ট।

নতুন শনাক্তের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত রয়েছে। আক্রান্তের মধ্যে কক্সবাজার জেলার বাসিন্দা রয়েছে ২৩ জন।

কক্সবাজার সদরে রয়েছে ২১ জন। এছাড়া রামু উপজেলার একজন, চকরিয়া উপজেলার একজন, লোহাগাড়ার একজন, বান্দরবনের একজন, থানচির একজন রয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে  এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।

গত ৫৯ দিনে মোট ৬৪৬৫ জন সন্দেহভাজন রোগীর করোনাভাইরাস টেস্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তারমধ্যে ৭১৫ জনের রিপোর্ট করোনা পজিটিভ পাওয়া গেলো। এ

র মধ্যে মহেশখালীতে ৩১ জন, টেকনাফে ২০ জন, উখিয়ায় ৮৬ জন, রামু ২২ জন, চকরিয়ায় ১৫৭ জন, কক্সবাজার সদরে ২৫৩ জন, কুতুবদিয়ায় ২ জন এবং পেকুয়ায় ৩৭ জন রয়েছে। এর সাথে যোগ হল ৩০ জন রোহিঙ্গা।

অন্যান্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের সীতাকুঞ্জ, লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫