Logo
×

Follow Us

বাংলাদেশ

ছদ্মবেশে খুনের মামলার আসামি আটক

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২০, ১৭:১৫

ছদ্মবেশে খুনের মামলার আসামি আটক

ভারতের বনগার হোটেলে যশোরের পুরাতন কসবা এলাকার গৃহবধূ আসমা ইসলামের হত্যা মামলার আসামি কাসেম ড্রাইভারকে ৫ মাস পর ছদ্মবেশ ধারণ করে আটক করেছে পুলিশ। ঢাকার মিরপুর পল্লবী বাউনিয়াবাদ বস্তিবাজার থেকে তাকে আটক করা হয়েছে।

এরপর গৃহবধূর মোবাইল সেট, পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। কাসেম ড্রাইভার যশোর শহরের পুরাতন কসবা (গাজীরঘাট রোড) এলাকার মৃত বশির মিয়ার ছেলে।

যশোর ডিবি পুলিশের পরিদর্শক সোমেন দাস জানান, চলতি বছরের ১৫ জানুয়ারি বেনাপোল বর্ডার দিয়ে যশোর শহরের পুরাতন কসবার শাহানুর ইসলামের স্ত্রী নিহত আসমা ইসলাম ও তার খালা মনোয়ারা বেগম বনগায় যায়। সেখানে তারা শ্যামপ্রসাদ লজ হোটেলে অবস্থান করেন।

পরদিন হোটেলে আরেকটি তালাবন্ধ কক্ষ থেকে আসমা ইসলামের মৃত দেহ উদ্ধার করে বনগা পুলিশ। এ ঘটনায় বনগা থানায় মামলা হয়। পরবর্তীতে আসমার ভাই আজিম উদ্দিন যশোর আদালতে মামলা করেন।

মামলায় আসমা ইসলামের প্রেমিক কাসেম ড্রাইভারকে আসামি করা হয়। আদালতের নির্দেশে মামলাটি কোতোয়ালি থানার পুলিশ ইজাহার হিসেবে রেকর্ড করে। পুলিশ সুপার মামলাটি ১৪ মে গোয়েন্দা শাখায় তদন্তের দায়িত্ব দেয়। ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামি কাসেম ড্রাইভারের অবস্থান শনাক্ত করে।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক সোমেন দাসের নেতৃত্বে এসআই মফিজুল ইসলাম ছদ্মবেশ ধরে ঢাকার পল্লবী বাউনিয়াবাদ বস্তিবাজার এলাকা থেকে ৩০ মে কাসেম ড্রাইভারকে আটক করেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে কাসেম ড্রাইভার জানান, আসমার সাথে তার অবৈধ সম্পর্ক ছিলো। বিয়ে করার চাপ দেয়ায় তাকে ভারতে নিয়ে খুন করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫