Logo
×

Follow Us

বাংলাদেশ

করোনামুক্ত ভোক্তার ডিজি বাবুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২০, ০৩:০৯

করোনামুক্ত ভোক্তার ডিজি বাবুল

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) বাবলু কুমার সাহা করোনাভাইরাসকে জয় করেছেন। রবিবার (৩১ মে) তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

রবিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে নিজের করোনা নেগেটিভের বিষয়টি জানান অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা।

ফেসবুকে দেয়া স্ট্যাটাসে ডিজি বাবলু কুমার লেখেন, ‘‌দীর্ঘ ১৭ দিন আমি এবং আমার পুত্র করোনার সাথে যুদ্ধ করে আজ করোনা মুক্তির ছাড়পত্র পেলাম। যে সকল শুভানুধ্যায়ী আমাদের জন্য দোয়া/আশীর্বাদ/প্রার্থনা করেছেন তাঁদের সকলের প্রতি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একইসাথে সকলের সুস্বাস্থ্য কামনা করছি।’

অধিদফতর সূত্রে জানা গেছে, মহাপরিচালকসহ করোনায় আক্রান্ত হওয়া অধিদফতরের আরো তিন কর্মকর্তা করোনামুক্ত হয়েছেন। তারা হলেন-অধিদফতরের উপ-পরিচালক আতিয়া সুলতানা, সহকারী পরিচালক রোজিনা সুলতানা ও রজবী নাহার রজনী।

অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহাসহ মোট ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। তবে আজকে চারজন সুস্থ হওয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা এখন ১১।

বাকি আক্রান্তরা হলেন- উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, আফরোজা রহমান, সহকারী পরিচালক শাহনাজ সুলতানা, তাহমিনা বেগম, মাহমুদা আক্তার, অধিদফতরের সহকারী হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, নমুনা সংগ্রহকারী আব্দুল কুদ্দুছ, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক আব্দুল ওয়াহেদ, মহাপরিচালকের গাড়িচালক সোহেল আহমেদ, প্রধান কার্যালয়ের গাড়িচালক মিলিয়া খানম এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের গাড়িচালক মো. শরীফ মিয়া।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫