
নাটোরে সদর উপজেলা বেলঘুরিয়া এলাকা থেকে ১টি ওয়ান শুটারগানসহ ইসমাইল (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১ জুন) ভোরে অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৫।
নাটোর র্যাব-৫ (সিপিসি-২) ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান, নাটোর সদর থানার বনবেলঘড়িয়া মধ্যপাড়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় একটি ওয়ান শুটারগানসহ সদর থানার বনবেলঘড়িয়া মধ্যপাড়ার পিতা মৃত মোজাহার মন্ডলের ছেলে ইসমাইলকে (৪০) হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ব্যক্তি জব্দকৃত অস্ত্র ১টি ওয়ান শুটার গান বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রাখিয়াছে বলে স্বীকার করেন তিনি। এ ঘটনায় নাটোর সদর থানায় মামলা রুজু করা রয়েছে।