Logo
×

Follow Us

বাংলাদেশ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫০ বাসযাত্রী আহত

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২০, ০২:০১

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫০ বাসযাত্রী আহত

পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে ৫০ জন বাসযাত্রী আহত হয়েছেন।

সোমবার (১ জুন) জেলার কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় পৃথক এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলাধীন শিবগাতি এলাকায় ঢাকাগামী সূর্যমুখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসের ২৩ জন যাত্রী আহত হয়। পরে গুরুতর আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে একই মহাসড়কের মুকসুদপুর উপজেলাধীন গেড়াখোলা নামক এলাকায় ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে সেখানে ২৭ যাত্রী আহত হয়।

পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। একই সঙ্গে গুরুতর আহত ৪ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান ও মুকসুদপুর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫