
গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জে নতুন করে আরো ২৩ জনের শরীরে করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে । এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১৯৯ জনকে শনাক্ত করা হয়েছে।
বুধবার (৩ জুন) সন্ধ্যায় মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন ।
সিভিল সার্জন বলেন, জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে মোট ১৯৯ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সিংগাইর উপজেলায় ৫২ জন, মানিকগঞ্জ সদর উপজেলায় ৪৮ জন, ঘিওর উপজেলায় ৩৭ জন, সাটুরিয়া উপজেলায় ২৮ জন, হরিরামপর উপজেলার ২২ জন, শিবালয় উপজেলায় ১০ জন ও দৌলতপুর উপজেলায় রয়েছেন ২জন।