Logo
×

Follow Us

বাংলাদেশ

শ্বাসকষ্টে ভিকারুননিসার শিক্ষিকার মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২০, ২২:৫৯

শ্বাসকষ্টে ভিকারুননিসার শিক্ষিকার মৃত্যু

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি মাধ্যমের শিক্ষিকা তাজিম বিনতে রহমান (৪০) মারা গেছেন। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।

বুধবার (৩ জুন) বিকেলে রাজধানীর ধানমন্ডির আয়শা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া গণমাধ্যমকে বলেন, ভিকারুননিসার বেইলি রোডের প্রধান শাখার ইংরেজি মাধ্যমের শিক্ষিকা ছিলেন তাজিম রহমান। গত ২৫ মে কন্যা সন্তানের জন্ম দেন তাজিম রহমান। সেদিন শ্বাস-প্রশ্বাসের সমস্যা হওয়ায় তাকে রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে নেয়া হলেও ভর্তি নেয়নি। এরপর এ দিন বিকেলে ধানমন্ডির আয়শা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। রাতে অপারেশনের মাধ্যমে তার কন্যা সন্তান জন্ম নেয়।

অধ্যাপক ফওজিয়া বলেন, সন্তান প্রসবের পর কয়েকদিন ভালো ছিলেন তাজিম রহমান। তিনি আয়শা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল মঙ্গলবার রাতে তার শ্বাসকষ্ট শুরু হলে ভেন্টিলেটরের মাধ্যমে তাকে শ্বাস নেয়ার ব্যবস্থা করা হয়। পরে বুধবার বিকেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার কোভিড-১৯ টেস্ট করা হলে ফলাফল নেগেটিভ আসে।

তাজিম রহমানের স্বজনরা জানান, বুধবার রাতে রাজধানীর শাহজাহানপুর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫