Logo
×

Follow Us

বাংলাদেশ

খাগড়াছড়িতে দৃষ্টি প্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যা

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২০, ১৩:৪৯

খাগড়াছড়িতে দৃষ্টি প্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যা

ছবি: সাম্প্রতিক দেশকাল

খাগড়াছড়ির দীঘিনালায় দৃষ্টি প্রতিবন্ধী এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার মেরং বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে মরিয়ম বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নারীর স্বজনরা জানান, স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর থেকে প্রায় ত্রিশ ধরে একাই থাকতেন মরিয়ম। অর্থ লগ্নি করে তার সংসার চলত। একা থাকায় ঘরে গচ্ছিত নগদ অর্থ চুরি করতে তাকে নির্মমভাবে হত্যা করা হয় থাকতে পারে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, নিহত নারী একাই থাকতেন। ধারণা করা হচ্ছে, তার বাসায় চুরি করতে এসে তাকে কেউ হত্যা করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনার তদন্ত করে আসামিদের গ্রেফতার করা হবে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫