জামালপুরে ডিবি পুলিশের উপর হামলা, জুয়াড়ি ছিনতাই

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২০, ১৫:৫৮
জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। ডিবির হাত থেকে আটককৃত জুয়াড়ি আসামি ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ জুয়াড়িরা।
বৃহস্পতিবার (৪ জুন) মধ্যরাতে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের বাঘাডুবা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভয়ে মানুষ শূন্য হয়ে গেছে গ্রাম।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, বকশীগঞ্জের বাঘাডুবা গ্রামে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসতো। গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি (গোয়েন্দা) পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালায়। জুয়ার আসর থেকে কয়েকজন জুয়াড়িকে আটক করে ডিবি পুলিশ।
এ সময় অন্যান্য জুয়াড়ি ও তাদের সহযোগিরা সংঘবদ্ধ হয়ে ডিবি পুলিশের উপর হামলা করে। তারা আটককৃত জুয়াড়িদের ডিবির হাত থেকে ছিনিয়ে নেয়।
খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকৃত জুয়াড়িদের রাতভর আটকের চেষ্টা করে। কাউকে আটক করা সম্ভব না হলেও অভিযান অব্যাহত আছে বলে বকশীগঞ্জ থানার ওসি জানান।
এদিকে পুলিশের অভিযানের ভয়ে মানুষ শূন্য হয়ে গেছে পুরো বাঘাডুবা গ্রাম। আতঙ্কে বেশিরভাগ নারী-পুরুষ গ্রাম ছেড়ে অন্যত্র গা-ঢাকা দিয়েছে বলে জানা গেছে।
জামালপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ছিনিয়ে নেয়া জুয়াড়িদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।