সুনামগঞ্জে পাচারের সময় সরকারি চালসহ ব্যবসায়ী আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২০, ১৫:৪২
-5edb64fb11719.jpg)
সুনামগঞ্জের ছাতক উপজেলায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১০টাকা কেজি দরের চালের বস্তা পরিবর্তন করে পাচারকালে ৫ হাজার কেজি চালসহ একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৬ জুন) রাত ১১টায় উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিরচর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ অভিযান চালিয়ে চালভর্তি ৬২ বস্তা এবং খাদ্য বান্ধব কর্মসূচি চালের ৯৯টি খালি বস্তাসহ গিয়াস উদ্দিন নামে এক ব্যবসায়ীকে আটক করেন।
জানা যায়, আটক চালের মূল ডিলার ফয়জুল করিম নামের এক ব্যক্তি। তিনি আর্থিকভাবে সচ্ছল থাকায় তার লাইসেন্স দিয়ে ব্যবসা করছেন একই এলাকার ব্যবসায়ী শামসুদ্দিন ও তার ভাই গিয়াস উদ্দিন। অভিযানের সময় শামসুদ্দিন পালিয়ে যায়। এ সময় চালভর্তি ৬২ বস্তা এবং খাদ্য বান্ধব কর্মসূচি চালের ৯৯টি খালি বস্তাসহ প্রায় ৫ হাজার কেজি চাল উদ্ধার করা হয়।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির জানান, শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিরচর বাজারে খাদ্য বান্ধব কর্মসূচির ১০টাকা কেজি চালের বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় ভরে পাচার করা হচ্ছে- এমন খবর পেয়ে অভিযান চালাই।
এ সময় চালের ডিলার শামসুদ্দিনের গুদাম থেকে বস্তা বদল করে ভরে একটি পিকআপ ভ্যানে চাল উঠানোর সময় গিয়াস উদ্দিন নামে একজনকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির বলেন, ১০ টাকা কেজির চাল পাচার করে অন্যত্র বিক্রির উদ্দেশ্যেই এরা চালের বস্তা বদল করে নিয়ে যাচ্ছিল। একজনকে আটক করা হয়েছে মূল ডিলারকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। আটককৃত ব্যক্তি ও পিকআপ ভ্যানটি থানায় পাঠানো হয়েছে।