Logo
×

Follow Us

বাংলাদেশ

আমতলী চা বাগানে সংক্রমণ প্রতিরোধে সভা

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২০, ১৫:১৩

আমতলী চা বাগানে সংক্রমণ প্রতিরোধে সভা

ছবি: হবিগঞ্জ প্রতিনিধি

সাজানো আমতলী চা বাগানটি হবিগঞ্জের বাহুবল উপজেলার পাহাড়ি এলাকার প্রায় ৬০০ একর জমিতে অবস্থিত। শ্রমিক সংখ্যা ৫৫০। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে এ মৌসুমে বাগানটিতে উন্নতমানের চা পাতা উৎপাদন অব্যাহত আছে।
 
রবিবার (৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত এ বাগানে (চা ফ্যাক্টরি)  করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ সচেতনতা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

এ সভায় বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে কিভাবে চা পাতা উৎপাদন অব্যাহত রাখা যাবে এ সংক্রান্ত বিষয়ের উপর শ্রমিকদের মাঝে ব্রিফিং করেন কল কারখানা অধিদপ্তরের মহা-পরিচালক মতিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, বাগান ব্যবস্থাপক সোহেল রানা পাঠান, ফ্যাক্টরি ইনচার্জ এম কায়সার, টিলাবাবু রঞ্জিত কৈরি ও এনামুল হকসহ প্রমুখরা। সভায় বর্তমান পরিস্থিতির উপর গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরে শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেছেন।

বাগান ব্যবস্থাপক সোহেল রানা পাঠান বলেন, এ আলোচনা শ্রমিকদের কল্যাণ হবে। সেই সাথে বাগানের জন্যও বিরাট উপকার হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫