বাংলাবান্ধায় পাথর শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুন ২০২০, ১৬:৩৭

ছবি: পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পাথর শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
লেফটেন্যান্ট এস, এম, সাইফুর রহমানের নেতৃত্বে রবিবার (৭ জুন) দুপুরে বাংলাবান্ধা এলাকায় শ্রমিকদের মাক্স পরিয়ে ও শারীরিক দূরত্ব নিশ্চিত করে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করে সেনাবাহিনীর সদস্যরা।
এ সময় চাল, ডাল, তেল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর একটি করে প্যাকেট প্রত্যেকের হাতে তুলে দেন তারা।
সেনাবাহিনী জানিয়েছেন করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের, ২২২ পদাতিক ব্রিগেডের, ২৯ বীর ব্যাটালিয়ন পঞ্চগড় জেলার সকল উপজেলায় দিন-রাত টহল পরিচালনা করছে।
সাধারণ মানুষ যেন সব সময় মাস্ক পরিধান করে, শারীরিক দূরত্ব বজায় রাখে এবং নিরাপদে সচেতনতার সাথে জীবিকা নির্বাহ করতে পারে এই উদ্দেশ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
এরই ধারাবাহিকতায় উদ্যমী উনত্রিশ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিনের নেতৃত্বে সেনাসদস্যগন গত ২৩ শে মার্চ থেকে জেলার নয় লক্ষ মানুষের পাশে থেকে সহায়তা প্রদান করছে।
রবিবার (৭ জুন) দুপুরে লেফটেন্যান্ট এস, এম, সাইফুর রহমান এর নেতৃত্বে সেনাসদস্যগন বাংলাবান্ধা ইউনিয়নে পাথর ভাঙার শ্রমিকদের মধ্যে ত্রাণ সাহায্য প্রদান করেছেন।