Logo
×

Follow Us

বাংলাদেশ

নাটোরে করোনা জয়ী ২৩ পুলিশ সদস্যকে সংবর্ধনা

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২০, ১৭:১৮

নাটোরে করোনা জয়ী ২৩ পুলিশ সদস্যকে সংবর্ধনা

ছবি: নাটোর প্রতিনিধি

করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হওয়া ২৩ পুলিশ সদস্যকে সংবর্ধনা দিয়েছে নাটোর জেলা পুলিশ।

সোমবার (৮ জুন) নাটোর পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।

সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, মানুষের কল্যাণে জীবন বাজি রেখে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে কাজ করছে পুলিশ সদস্যরা। তাদের সুরক্ষার ব্যবস্থা গ্রহণ, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করেছে জেলা পুলিশ। যে কোন জরুরি পরিস্থিতি মোকাবেলায় এ্যাম্বুল্যান্স, কুইক রেসপন্স টিম, থানা কেন্দ্রিক আইসোলেশ সেন্টার প্রস্তুত আছে।

তিনি বলেন, আমাদের সার্বক্ষণিক সাহস ও সমর্থন প্রদান এবং নিজেদের মনোবল চাঙ্গা থাকায় করোনাভাইরাস আক্রান্ত পুলিশ সদস্যরা সুস্থ হয়ে ফিরে এসেছেন এবং আজ থেকে তাঁরা সকলেই আবার দেশের কল্যাণে ও মানুষকে নিরাপদ রাখতে কাজ শুরু করবেন বলে উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন।

করোনা জয়ী ২৩ পুলিশ সদস্যের মধ্যে ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম, কনস্টেবল সাজ্জাদ হোসেন এবং কনস্টেবল এলিজা খাতুন তাদের বক্তব্যে করোনাকালীন সময়ে আইসোলেশনে থাকা প্রায় এক মাসের অভিজ্ঞতা বর্ণনা করেন। করোনা জয়ী নাটোর জেলা পুলিশের এক ইন্সপেক্টর, চার সাব-ইন্সপেক্টর, তিন এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, ১৩ কনস্টেবলসহ ২১ জন এবং ইন্ড্রাশট্রিয়াল পুলিশের এক সদস্য ও থানায় কর্মরত বিশেষ আনসারের এক সদস্যকে অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা প্রদান শেষে মিষ্টিমুখ করানো হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত জেলা পুলিশের প্রায় এক হাজার একশ’ সদস্যের মধ্যে ৪৮৭ জনের করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষা করা হয়। আক্রান্তের পরে দু’দফায় পরীক্ষা শেষে নেগেটিভ রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে ২৩ জন সুস্থ হয়েছেন এবং অবশিষ্ট একজন চিকিৎসাধীন আছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫