Logo
×

Follow Us

বাংলাদেশ

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২০, ১৯:০৩

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

কুড়িগ্রাম সদর উপজেরার কুড়িগ্রাম-রংপুর মহা সড়কের কাঁঠালবাড়ী বাজারে ট্রাকের ধাক্কায় আমির হোসেন (৪০) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

সোমবার (৮ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বরলই গ্রামের জোবেদ আলীর ছেলে। তিনি পেশায় একজন রোলারচালক।

পুলিশ ও স্থানীয়রা  জানান, আমির হোসেন মোটর সাইকেলে সড়ক অতিক্রমকালে রংপুর থেকে কুড়িগ্রামগামী একটি দ্রুতগতির মাছ বোঝাই মিনি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ট্রাকের চালক পালিয়ে গেছে। ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ।

কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শন (অপারেশন) নয়ন কুমার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫