মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২০, ০৩:৩৩

টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজান মিয়াকে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
রবিবার (৭ জুন) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইপ-১ অধিশাখার উপসচিব ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত ৫৪৫ নম্বর স্মারকে জারীকৃত এক আদেশে শাহজান মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
আদেশে বলা হয়েছে, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৯ সালের ২৮ জুলাই টেকনাফ মডেল থানায় দায়েরকৃত ৯৩/২০১৯ এবং ৯৪/২০১৯ নম্বর মামলায় আদালতে চার্জসীট দাখিল করা হয়। আদালত টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মামলার আসামি শাহাজান মিয়ার বিরুদ্ধে উক্ত চার্জসীট গ্রহণ করে।
এ অবস্থায় শাহাজান মিয়া অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকায় টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে থাকা সমুচিত নয়। তাই ২০০৯ সালের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের ৩৪(১) ধারা মতে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে শাহাজান মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।