
ছবি: হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ শহরে দুইটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৪ বস্তায় ভর্তি ৫ লাখ ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করার পর ১৫ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় শহরের চৌধুরীবাজার এলাকার প্রিয় স্টোর থেকে ১২ বস্তা ও সুমন স্টোর থেকে ২ বস্তা কারেন্ট জাল জব্দ করে।
এ অপরাধে প্রিয় স্টোরকে ১০ হাজার ও সুমন স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সূত্র জানায়, এক শ্রেণির লোকেরা এ কারেন্ট জাল ক্রয় করে হাওরের প্রাকৃতিক জলাশয়ে অবাধে দেশিয় মাছের পোনা শিকার করছে।