Logo
×

Follow Us

বাংলাদেশ

মানিকগঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে জরিমানা

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২০, ২২:২২

মানিকগঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে জরিমানা

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে দুইজনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ জুন) সকালে জেলার হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের পিপুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডি গ্রামের মৃত এখলাস উদ্দিনের ছেলে তফছের উদ্দিন ও বাংগাবাড়ীয়া গ্রামের মো. সোহরাবের ছেলে মো. ইউসুফ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বিল্লাল হোসেন।

মো. বিল্লাল হোসেন জানান, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বলড়া ইউনিয়নের পিপুলিয়া গ্রামের দো-ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি কাটার অপরাধে দুইজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫