Logo
×

Follow Us

বাংলাদেশ

মাটিরাঙায় দাদীর সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২০, ১৫:৫০

মাটিরাঙায় দাদীর সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

দাদীর উপর অভিমানের জের ধরে মিনা আক্তার (১৫) নামের এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১১ জুন) রাত ১০টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন বেলছড়ি ইউনিয়নের তাইফাছড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মিনা আক্তার বেলছড়ি ইউনিয়নের তাইফাছড়া গ্রামের মজিবুর রহমানের মেয়ে। সে গোমতি বিকে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ছোট ভাইকে পড়ালেখা করার জন্য মারধর করেন মিনা আকতার। ছোট ভাইকে মারধর করার কারণে দাদী মিনা আকতারকে চর-থাপ্পড় মারেন। এ ঘটনায় রাগে-অভিমানে নিজেদের ঘরেই বিষপানে আত্মহত্যার চেষ্টা করে মিনা আকতার।

এ সময় স্বজনরা তাকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫