Logo
×

Follow Us

বাংলাদেশ

সাতক্ষীরায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২০, ১৭:৪৯

সাতক্ষীরায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

সাতক্ষীরার কলারোয়ায় বজ্রপাতে সজিব হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকালে এ বজ্রপাতের ঘটনাটি ঘটে।

নিহত সজিব হোসেন উপজেলার খোরদো গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে ও পানি কাউরিয়া হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র।

কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলামুল আলম আসলাম জানান, স্কুলছাত্র সজিব কলারোয়ার পানি কাউরিয়া গ্রামে তার নানা ছলেমান গাজীর বাড়িতে থেকে লেখা পড়া করতো।

শুক্রবার সকালে সে তার তিন মামার  সাথে নিয়ে পানি কাউরিয়ার একটি মাঠে তিল আনতে যায়। সেখান থেকে বাড়িতে ফেরার পথে হঠাৎ বজ্রপাত ঘটে। এতে গুরুতর আহত হয় সজিব।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে, এ সময় তার সাথে থাকা মামাদের কোন ক্ষতি হয়নি। এদিকে সজিবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫