Logo
×

Follow Us

বাংলাদেশ

মানিকগঞ্জে করোনা প্রতিরোধে হোমিও ঔষধ বিতরণ

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২০, ২২:৩৯

মানিকগঞ্জে করোনা প্রতিরোধে হোমিও ঔষধ বিতরণ

ছবি: মানিকগঞ্জ প্রতিনিধি

করোনাভাইরাসের সংক্রমণে সারা বিশ্বের জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। এখনো পর্যন্ত আক্রান্তদের চিকিৎসায় কোন ঔষধের কার্যকরিতা প্রতিষ্ঠিত করা যায়নি। তবে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড এর প্রদত্ত পরামর্শের ভিত্তিতে আর্সেনিক এ্যালবো-৩০ ঔষধটি অনেকেই ব্যবহার করে আসছে। যা সেবনের মাধ্যমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। তাছারা ভ্যাকসিন মাত্রায় এই ঔষধ সেবনে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

মানিকগঞ্জ পৌর সভার কাউন্সিলর রতন মজুমদার খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি শুক্রবার (১২ জুন) ৩ নং ওয়ার্ডের জনগণের হাতে তুলে দিয়েছেন হোমিও প্যাথিক আর্সেনিক এ্যালবো-৩০ ।

শুক্রবার বিকেলে মজুমদার টাওয়ারে যো-ভা-ত সংঘের আয়োজনে করোনাভাইরাস প্রতিরোধে বিনামূল্যে ৫ হাজার ব্যক্তির মধ্যে আর্সেনিক এ্যালবো-৩০ ওষধ বিতরণ করেন। এই কার্যক্রম উদ্বোধন করেন মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম ।

এ সময় উপস্থিত ছিলেন- যো-ভা-ত সংঘের সাধারণ সম্পাদক কাউন্সিলর রতন মজুমদার, সৈয়দ মেহেদী হাসান চৌধুরী, রাইসুল ইসলাম রতন, নরেশ হালদার, ফরিদা আহমেদ কনা স্বেচ্ছাসেবক মাসুদ রানা প্রমুখ।

০ থেকে ৫ বছর খালি পেটে ৩টি বড়ি, ৫ বছর থেকে ১০ বছর খালি পেটে ৪টি বড়ি এবং ১১ বছর উর্দ্ধে খালি পেটে ৬টি বড়ি পর পর তিনদিন খেতে হবে। সাত দিন পর আবার একই নিয়মে ওষধ খেতে হবে।

হোমিও ডাক্তার নূরুল ইসলাম জানান, ভারতসহ বিভিন্ন দেশে করোনাভাইরাস সম্ভাব্য প্রতিরোধ হিসেবে হোমিও প্যাথিক ওধুষ আর্সেনিক এ্যালবো– ৩০ ব্যবহার হচ্ছে। এতে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এই ঔষধ খেয়ে অনেকেই সুস্থ রয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫