Logo
×

Follow Us

বাংলাদেশ

জামালপুরে অপকর্ম করতে গিয়ে ইউপি মেম্বার আটক

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২০, ১৬:২৫

জামালপুরে অপকর্ম করতে গিয়ে ইউপি মেম্বার আটক

ছবি: জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে তোজাম্মেল হোসেন বকুল (৪৫) নামে এক ইউপি মেম্বার অপকর্ম করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন। পরে জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

শুক্রবার (১৩ জুন) গভীর রাতে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত তোজাম্মেল হক বকুল উপজেলার ২নং পোগলদিঘা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ইউপি সদস্য ও তার প্রেমিকা চামেলি বেগম (৩০) থানা হাজতে আটক ছিলেন। তাদের জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছিল।

এদিকে তাদের আপত্তিকর ভিডিও এলাকায় মানুষের মুঠোফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে গেছে। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য তোজাম্মেল হোসেন বকুলের সাথে একই গ্রামের পার্শ্ববর্তী পাড়ার রাজমিস্ত্রি আফজাল হোসেনের স্ত্রী চামেলি বেগমের মধ্যে পরকীয়া প্রেম গড়ে উঠে।

এক কন্যার জননী চামেলি বেগমের বাড়ি নির্জন থাকায় ইউপি সদস্য তোজাম্মেল প্রায়ই ওই বাড়িতে গিয়ে চামেলির সাথে অপকর্মে লিপ্ত হতেন। বিষয়টি নিয়ে এলাকায় কানাঘুষা শুরু হলেও তার প্রভাবে কেউ মুখ খোলার সাহস পেতেন না।

শুক্রবার রাত ৯টার দিকে তোজাম্মেল ওই বাড়িতে ঢুকে ঘরের বাতি বন্ধ করে চামেলির সাথে অপকর্মে লিপ্ত হন। এ সময় আশেপাশের লোকজন টের পেয়ে অতর্কিত ঘরে ঢুকে বিবস্ত্র ও আপত্তিকর অবস্থায় দু’জনকে আটক করে।

এ সময় স্থানীয় জনতা তোজাম্মেলকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে ও তার প্রেমিকাকে আটক করে শনিবার (১৩ জুন) ভোর ৪টার দিকে সরিষাবাড়ী থানা হাজতে এনে রাখে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফজলুল করীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ইউপি সদস্য তোজাম্মেল হোসেন বকুল দীর্ঘদিন ধরে ওই নারীর সাথে অপকর্মে লিপ্ত হতেন- বলে জানতে পেরেছি। এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তাকেসহ তার প্রেমিকাকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের ও জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছিল বলেও তিনি জানান।

এদিকে ইউপি সদস্যকে অপকর্ম অবস্থায় হাতেনাতে ধরে ফেলায় একটি আপত্তিকর ভিডিওি এবং কিছু বিবস্ত্র ছবি এলাকার মানুষের হাতে হাতে ঘুরছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এসব ভাইরাল হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে ২নং পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামস উদ্দিনের বক্তব্য জানতে মুঠোফোনে চেষ্টা করা হলেও তা বন্ধ থাকায় সম্ভব হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫