Logo
×

Follow Us

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বাকিতে মাল না দেয়ায় ব্যবসায়ীকে মারধর

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২০, ১২:৪৯

ব্রাহ্মণবাড়িয়ায় বাকিতে মাল না দেয়ায় ব্যবসায়ীকে মারধর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাকিতে মালামাল না দেয়ায় এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করা হয়েছে। ব্যবসায়ীর নাম সাজ্জাত মিয়া। 

উপজেলার দক্ষিণ ইউপির গাজিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহতের বাবা মো. উসমান মিয়া সোমবার রাতে আখাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 

তিনি বলেন, সাজ্জাত মিয়ার গাজির বাজারে মুদির দোকান থেকে প্রায় সময় নগদ ও বাকিকে মালামাল ক্রয় করতো কুড়িপাইকা গ্রামের মজনু মিয়ার ছেলে মানিক মিয়া। এরই মধ্যে তার দোকানে অনেক টাকা বাকি পড়ে যায়। সাজ্জাত পাওনা টাকা চাইলে সে দিতে টালবাহানা শুরু করে।

তিনি আরো বলেন, বিকেলে নতুন করে বাকিতে মালামাল নিতে আসলে নগদ ছাড়া মাল দিবে না বলে জানায় সাজ্জাত। এ নিয়ে বাকবিতণ্ডা চললে এক পর্যায়ে দোকানের মালিককে লাঠি দিয়ে মারধর করতে থাকে। স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। 

উসমান মিয়া বলেন, পরিকল্পিতভাবে মানিক মিয়াসহ বেশ কয়েকজন ছেলেকে মারধর করে দোকান ভাঙচুর করেছে। 

আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫