Logo
×

Follow Us

বাংলাদেশ

ঘাতক দালাল নির্মূল কমিটির তিন চিকিৎসক করোনায় আক্রান্ত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২০, ১৯:৩৩

ঘাতক দালাল নির্মূল কমিটির তিন চিকিৎসক করোনায় আক্রান্ত

এবার করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির তিন চিকিৎসক নেতা। তারা হলেন- অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) ও শহীদ সন্তান ডা. নুজহাত চৌধুরী শম্পা।

বুধবার (১৭ জুন) কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ খবর জানানো হয়।

সাধারণ রোগীদের বিরামহীন চিকিৎসা সেবা দিতে গিয়ে তারা করোনায় আক্রান্ত হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। 

বিবৃতিতে বলা হয়েছে, করোনার এ দুর্যোগে সাধারণ রোগীদের চিকিৎসায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে গঠিত মেডিকেল টিমের সভাপতি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতাল ও কলেজের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া; চিকিৎসা সহায়ক কমিটির সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) ও মুক্তিযুদ্ধে শহীদ ডা. আলিম চৌধুরীর কন্যা, নির্মূল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নুজহাত চৌধুরী শম্পা বাংলাদেশে করোনা সংক্রমণের সূচনাকাল থেকে তাদের সব ছুটি বাতিল করে করোনা আক্রান্ত ও অন্যান্য রোগীদের বিরামহীন চিকিৎসা সেবা প্রদান করতে গিয়ে নিজেরা করোনায় আক্রান্ত হয়েছেন। ডা. উত্তম কুমার বড়ুয়া বর্তমানে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন এবং ডা. স্বপ্নীল ও ডা. শম্পা নিজেদের বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫